Ticker

6/recent/ticker-posts

করোনায় আক্রান্ত হয়ে ভাল হবার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় - গবেষণা

 করোনায়  আক্রান্ত হয়ে ভাল হবার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় - গবেষণা




 কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।


 এমন তথ্যই উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  গবেষকদের ভাষ্যমতে ।


বিশ্ববিদ্যালয়টির প্রো উপাচার্য ডা. মো. জাহিদ হোসেন  এই গবেষণাটি পরিচালনাকারীদের একজন। তার মতে, "যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে  দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।"


তিনি জানান, এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত  ২০৯ জনের উপর কোভিড টিকা সংক্রান্ত এ গবেষণাটি  চালানো হয়েছে।

grid-small

Post a Comment

0 Comments