Ticker

6/recent/ticker-posts

৩ কোটি টাকায় বিক্রি স্টিভ জবসের চাকরির আবেদনপত্র

 ৩ কোটি টাকায় বিক্রি স্টিভ জবসের চাকরির  আবেদনপত্র



এটিই ছিল তার জীবনের প্রথম চাকরির আবেদনপত্র। নিলামে সেটির দাম উঠেছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা  প্রায় ৩ কোটি টাকা। তার মত  শীর্ষ ধনীকেও এক সময় চাকরির জন্য ঘুরতে হয়েছিল। 

ভারতীয় সংবাদ মাধ্যেম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, স্টিভ জবস ১৯৭৩ সালে ১৮ বছর বয়সে  একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলেন।  সেই কাগজটির মূল্য এখন কত  তা  অনুমানযোগ্য।  হাতে লেখা ওই আবেদনপত্রে স্টিভ জবস নিজেই জানিয়েছিলেন, তখনকার সময়ে তার কাছে  শুধু ছিল ড্রাইভিং লাইসেন্স। কোনো মোবাইল ফোন ছিল না।


স্টিভ জবসের চাকরির আবেদনপত্র নিলামে উঠার ঘটনা প্রথম নয়। নিউইয়র্কের বোনহামসে নিলামে উঠেছিল আবেদনপত্রটি। এছাড়াও গত মার্চে  আবেদনপত্রটির দাম নিলামে উঠেছিল ১কোটি ৭০ লাখ টাকা।  

slide-posts

Post a Comment

0 Comments