করোনার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য
তিন কোটির বেশি মানুষকে এই ডোজ দেওয়া হবে। গতকাল রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে ।
দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে ।
যুক্তরাজ্য প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ।
পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাএা অর্জিত হতে পারে।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়।
বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। আর ৩৭ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৭০ শতাংশের বেশি।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।
slide-posts
0 Comments