Ticker

6/recent/ticker-posts

নাটোর রাজবংসের ইতিহাস

 


নাটোর রাজবংসের ইতিহাস


নাটোরশহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দিঘাপতিয়ারাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামেরউপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। ১৯৪৭ সালে তৎকালীনপাকিস্তান সরকার জমিদারী প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজ প্রাসাদটি পরিত্যাক্ত থাকে।

 

১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয়। ১৯৭২ সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয়। চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ।

 

বাংলার রাজা-জমিদারদের মধ্যে দিঘাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা। ১৬৮০ সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের এক তিলি পরিবারে দয়ারাম রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরসিংহ রায়। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের অধীনে চাকুরী করতেন, সে সময়ে তিনি কাজ উপলক্ষ্যে চলনবিল এলাকার কলম গ্রামে পৌছেন। রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ন ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী তখন দয়ারাম তাঁর মাসিক ৮ আনা বেতনে চাকুরী করতেন। পরে সামান্য লেখাপড়া করে জমা খরচ রাখার মত যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক ৮ আনার পরিবর্তে ৫ টাকা বেতনের মহুরী নিযুক্ত করেন। পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পনারায়নের স্নেহ, ভালবাসা ও সহানুভুতি, নবাব সরকারের ভ্রাতা রঘুনন্দনের প্রভাব-প্রতিপত্তি এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদকুলী খানের নেক-নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারী লাভ করেন তখন তারও ভাগ্য খুলতে থাকে। তিনি প্রথমে রাজা রামজীনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা, দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ-সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন। রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম রায় নাটোর রাজ্যের একজন পরাক্রমশালী ব্যক্তিত্বে পরিণত হন।

 

যশোহরের রাজা সীতারাম রায় বিদ্রোহী হলে নবাব মুর্শিদকুলী খাঁ নাটোর রাজের দেওয়ান দয়ারাম এর সাহায্যে তাকে দমন ও পরাজিত করে নাটোর কারাগারে বন্দি করে রাখেন। সীতারাম রায়কে পরাজিত করায় নবাব সরকারের দয়ারামের প্রভাব বেড়ে যায় এবং তিনি ‘‘রাই রাইয়া’’ খেতাবে ভুষিত হন। সীতারাম রায়কে পরাজিত করে তিনি মূল্যবান সম্পদসমূহ লুন্ঠন করেন। কিন্তু সীতারামের গৃহদেবতা কৃষ্ণজীর মূর্তি ছাড়া সব রামজীবনের হাতে অর্পন করেন। দয়ারামের এহেন ব্যবহারে রামজীবন খুশি হয়ে দয়ারামকে কৃষ্ণজীর মূর্তি স্থাপনের জন্য পুরস্কার স্বরূপ দিঘাপতিয়ায় একখন্ড জমি দান করেন এবং বর্তমান বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার নওখিলা পরগনা দান করেন। এটাই দিঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারী। পরে তিনি লাভ করেন পরগনা ভাতুরিয়া তরফ নন্দকুজা, যশোহরের মহল কালনা ও পাবনা জেলার তরফ সেলিমপুর। এইভাবে দিঘাপতিয়া রাজবংশের ও জমিদারীর গোড়াপত্তন হয় ১৭৬০ সালে।


English Version:


Dighapatiyarajbari or Uttara Ganobhaban is located in a beautiful environment 3 km north of Natorshahar. Rani Bhabani of Natore was pleased with her Naib Dayaram and gifted him Dighapatiya Pargana. After the abolition of the zamindari system by the then government of Pakistan in 1947, Pratibhanath Roy, the last king of Dighapati, left the palace with his family and moved to Calcutta in 1952.

It came under the control of the then East Pakistan government in 1966 and was renovated as a government building. In 1982, it was renamed Uttara Ganobhaban. Uttara Ganobhaban is situated on 41.51 acres of land with 12 large and large ornate and beautiful buildings surrounded by a beautiful lake and a high wall. Inside are gardens decorated with beautiful sculptures collected from Italy, with a variety of rare species of plants.

The Dighapatiya dynasty occupies a significant place among the kings and zamindars of Bengal. Dayaram Roy is the founder of this dynasty. Dayaram Roy was born in 1806 in a Tili family in the famous Kalam village of Natore. His father's name was Narsingh Roy. When Ramjivan, the founder of the Natore dynasty, was working under King Darpanarayan of Puthia, he reached Kalam village in the Chalanbil area for work. When Ramjivan was an ordinary servant under the king of Puthia, Darpanarayan Tagore, Dayaram was employed at his monthly salary of 6 annas. Later, after a little education, he qualified to keep the deposit and Ramjivan hired him with a salary of Rs. 5 instead of Rs. 8 per month. Later, when the affection, love, and sympathy of Raja Darpanarayan of Puthia, the influence of Raghunandan, the brother of the Nawab's government, and the favor of Nawab Dewan Murshid Quli Khan of Bengal all combined, Ramjivan's fortunes began to unravel. Although he was at first a general servant of Raja Ramjin, he became a dewan of the kingdom of Natore with talent, skill, and loyalty. Was up. King Ramjivan trusted him very much and kept a lot of money with him. After the fall of King Sitaram Roy, Dayaram Roy became a powerful man in the kingdom of Nature.


When Raja Sitaram Roy of Jessore rebelled, Nawab Murshid Quli Khan, with the help of Dayaram Dayaram of Natore, suppressed and defeated him and imprisoned him in Natore jail. The defeat of Sitaram Roy increased the influence of Dayaram of the Nawab's government and he was awarded the title of "Rai Raya".By defeating Sitaram Roy, he plundered valuable resources. But Sitaram's home deity Krishnaji handed over everything except the idol to Ramjivan. Ramjivan was pleased with Dayaram's use of this and donated a piece of land in Dighapatiya to Dayaram as a reward for erecting a statue of Krishnaji and also donated Naokhil Pargana in Chandanbaisha area of ​​Sariakandi in the present-day Bogra district.

This is the first zamindari of the Dighapatiya dynasty. Later he got Nandakuja from Pargana Bhaturia, Mahal Kalna from Jessore and Selimpur from Pabna district. Thus the Dighapatiya dynasty and zamindari were founded in 160 AD.

Post a Comment

0 Comments