Ticker

6/recent/ticker-posts

উত্তরবঙ্গ নাটোর | North Bengal Natore

 



নামকরণের ইতিহাসঃ


জনশ্রুতি আছে এখানকার কোনো এক স্থান ব্যাঙ সাপকে গ্রাস করেছিল এবং তা দেখে কয়েকজন বালিকা নৃত্য করেছিল। এ নৃত্যকে উপলক্ষ করে ওই স্থানের নাম হয় নাট্যপুর। পর্যায়ক্রমে নাট্যপুর, নাটাপুর, নাট্টর ও নাটোর হয়েছে। অন্য তথ্য থেকে জানা যায়, বর্তমান জেলা সদরের অবস্থান এত নিচু ছিল যে, এখানে পায়ে চলাচল প্রায় অসম্ভব। তাই স্থানটিকে বলা হতো ‘নাতর’ (না-অসম্ভব এবং তর-গমন); যা থেকে কালক্রমে নাটোর নামের উৎস হয়েছে। অন্য অভিমত হচ্ছে জেলা সদরের পাশ দিয়ে প্রবহমান নারদ নদীর নাম থেকে কালক্রমে নাটোর জেলার নামকরণ হয়েছে।


আয়তন ও অবস্থানঃ


আয়তনের ভিত্তিতে নাটোর জেলা বাংলাদেশের ৩৬তম বৃহত্তম জেলা। এই জেলার মোট আয়তন ১৮৯৬.০৫ বর্গ কিমি, যা সমগ্র বাংলাদেশের মোট আয়তনের ১.২৮%। ২৪০২৫ উত্তর অক্ষাংশ থেকে ২৪০৫র্৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮০০র্১ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৮০৩০ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। নাটোর জেলার উত্তরে নওগাঁ ও বগুড়া জেলা। দক্ষিণে পাবনা ও বগুড়া জেলা, পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা।


নাটোর কেন বিক্ষাত:


বাংলাদেশের ছোট্ট একটি শহর নাটোর। নাটোর আয়োতনের দিক দিয়ে ছোটো হলেও এর ইতিহাস ও ঔতিয্য অনেক বড়। নাটোর অনেক দিক দিয়ে বাংলাদেশের মধ্যে বিক্ষাত একটি শহর। যে যে কারণে নাটোর বিক্ষাত-


১.নাটোরের কাঁচাগোল্লার নাম আমরা সবাই জানি। কাঁচাগোল্লা নাটোরের তৈরি একটি মিষ্টিজাত দ্রব্য। এটির স্বাদ দেখ বিদেশের মানুষকে নাটোরের কথা মনে করিয়ে দেয়। এটি বংলাদেশের একটি ঐতিয্য।পৃথিবীর প্রায় সব দেশেয় কিছুটা জানে নাটোরের কাঁচাগোল্লার কথা।

২. নাটোরের আরেকটা ঐতিয্য হলো নটোরের চলনবিল। বংলাদেশের সব থেকে বড় বিলের নাম যদি বলতে বলি তাহলে অবশ্যই সবাই চলন বিলের কথায় বলবে। চলনবিলের আয়তন ৫০০ বর্গমাইল বা প্রায় ১৪২৪ বর্গকিলোমিটার। আবার কোন জরিপ মতে চলনবিলের আয়তন ৮০০ বর্গমাইল বা প্রায় ২০৭২ কিলোমিটার। ... বর্তমানে চলনবিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে ১১৫০ বর্গ কিলেমিটারে।

৩. নাটোরের আর একটি বড় ঐতিয্য হলো উত্তরা গণভবণ। যাকে আমরা নাটোরের রাজবাড়ি নামে চিনি। নাটোরের রাজবাড়ির সব থেকে বড় ঐতিয্য হলো নাটোরের রাজবাড়ির প্রবেশ বথের বড় ঘড়িটি। এটি নাটেৃার রাজবাড়িকে অন্যান্য রাজবাড়ি থেকে আলাদা করেছে। নাটোরের রাজবাড়ি তার সুন্দর্য দিয়ে আজে মানুষের মনে জায়গা করে রেখেছে। এটি এখন নাটোরের বড় পিকনিক স্পর্ট।


Naming history:


It is rumored that a frog devoured a place and some girls danced when they saw it. The name of the place is Natyapur on the occasion of this dance. Natyapur, Natapur, Nattar, and Natore have been formed in phases. According to other sources, the position of the present district headquarters was so low that it was almost impossible to walk here. Hence the place was called ‘Natar’ (not-impossible and fast-moving); From which the name Natore has originated over time. Another opinion is that the Natore district has been named after the Narad river flowing by the district headquarters.


Size and location:


Nature district is the 36th largest district in Bangladesh in terms of area. The total area of ​​this district is 1798.05 sq km, which is 1.26% of the total area of ​​the whole of Bangladesh. Located between 24025 north latitude to 2405 র্ north latitude and 800r1 east longitude to 6030 east longitude. Naogaon and Bogra districts to the north of Natore district. Pabna and Bogra districts on the south, Pabna, and Sirajganj districts on the east, and Rajshahi districts on the west.


Why Natore is educated:


Natore is a small town in Bangladesh. Although small in size, Natore has a long history and tradition. Natore is a well-known city in Bangladesh in many ways. That's why Natore is crazy-


1. We all know the name of Kanchagolla of Natore. Kanchagolla is a sweet made by Natore. The taste of it reminds the people of foreign countries about Natore. This is a tradition of Bangladesh. Almost all the countries of the world know something about Natore's Kanchagolla.


2. Another tradition of Natore in the challan bill of Natore. If we say the name of the biggest bill in Bangladesh, then of course everyone will say the word of the bill. The area of ​​the challan bill is 500 square miles or about 1424 square kilometers. According to another survey, the area of ​​Chalon-Bil is 600 square miles or about 2062 kilometers. ... at present the challan bill has been greatly reduced to 1150 sq. Km.


3. Another great tradition of Natore is Uttara Ganobhaban. Which we know as the palace of Natore. The biggest tradition of the palace of Natore is the big clock in the entrance bath of the palace of Natore. This distinguished the palace of Natara from other palaces. The palace of Natore has made a place in the minds of people today with its beauty. It is now Natore’s big picnic spot



Post a Comment

0 Comments