Ticker

6/recent/ticker-posts

লকডাউন না বাড়ানোর সিদ্ধান্তে সরকার ।

 লকডাউন  না বাড়ানোর সিদ্ধান্তে সরকার ।


চলমান  লকডাউন ৫ আগস্টের পর আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন না বাড়িয়ে স্বাস্থ্যবিধির উপর  নজরদারি  জোরদার করা হবে এবং প্রতিটা গ্রামে গণটিকা কর্মসূচি চালানো হবে। সরকার সংশ্নিষ্ট একটি দায়িত্বশীল সূত্র থেকে এ  তথ্য পাওয়া গেছে।

 লকডাউনের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক   প্রভাব এবং সাধারণ মানুষের জীবিকার বিষয়টি মাথায় রেখে সরকার চলমান কঠোর লকডাউন আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত  নিয়েছে। এ ক্ষেত্রে টিকাই সরকারের ভরসার জায়গা । বিভিন্ন দেশ থেকে টিকা সরবরাহের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। এর ফলে সামনের দিনগুলোতে গণটিকা কর্মসূচি চালাতে আর সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে।

এ ব্যাপারে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ওই সূত্র জানায়। তবে কভিড-১৯ মহামারি মোকাবিলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটি চলমান কঠোর লকডাউন আরও বাড়ানোর  পক্ষে মতামত দিয়েছে। কারণ সংক্রমণ ও মৃত্যু এখন পর্যন্ত  কমেনি। একই সঙ্গে ব্যাপক ভিত্তিতে গণটিকা কার্যক্রম চালানোরও পরামর্শ দিয়েছে কমিটি।

এ দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রোববার মহাখালীর বিসিপিএস (বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) মিলনায়তনে ২০২০-২১ শিক্ষবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরুর অনুষ্ঠানে বলেছেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অন্তত এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এ সময় ব্যাপকভিত্তিতে  টিকাদান কার্মসূচী চলবে।


grid-small

Post a Comment

0 Comments