মেট্রোরেল যাত্রা করেছে বাংলা দেশের দিকে
বহুল প্রতীক্ষিত উত্তরা-মতিঝিল মেট্রোরেলের প্রথম কোচটি জাপানের কোবে বন্দর থেকে ঢাকার পথে রয়েছে। কোচটি বহনকারী জাহাজ এপ্রিল নাগাদ বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছাবে। কোচ নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এপ্রিলেই ছয় বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, ‘ছয়টি কোচের একটি পরিপূর্ণ ট্রেন আসছে। এপ্রিল মাসের ২৩ তারিখে এটি পৌঁছবে। ট্রায়ালের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার পর সিদ্ধান্ত নেব কবে পরীক্ষামূলক চলাচল শুরু করা যায়।’ কাওয়াসাকির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেট ট্রেনের প্রথম সেট হিসেবে এটি বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ চালানে ছয়টি কার বা বগি রয়েছে। এভাবে মোট ২৪ সেটে ১৪৪টি কার পৌঁছাবে।
২০১৭ সালের আগস্টে জাপানের নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান কাওয়াসাকি ও মিতসুবিশির যৌথ কনসোর্টিয়ামকে ট্রেনের বগিগুলো তৈরির কার্যাদেশ দেয় ডিএমটিসিএল।
কনসোর্টিয়ামের তথ্য মতে, স্টেইনলেস স্টিল দিয়ে বগিগুলো তৈরি করা হচ্ছে। এর ভিতর যেমন সিসিটিভি ক্যামেরা থাকবে, বাইরের অংশেও সংযুক্ত থাকবে কিছু ক্যামেরা। অনেকটা স্বয়ংক্রিয়ভাবে চলমান এই ট্রেনে ক্যামেরাগুলো যাত্রীদের নিরাপদ আরোহণ ও ট্রেন থেকে নামার বিষয়টি নিশ্চিত করার কাজে করবে। প্রতিটি কারে থাকবে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।
২০১২ সালের ডিসেম্বর মাসে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এমআরটি-৬ নামের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার অংশ পর্যন্ত ২০২১ সাল ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
The long-awaited first coach of Uttara-Motijheel Metrorail is on its way to Dhaka from Kobe port in Japan. The ship carrying the coach will reach the port of Mongla in Bangladesh by April. Coach manufacturer Kawasaki said in a press release.
Dhaka Mass Transit Company (DMTC) managing director MAN Siddique has confirmed that the six-carriage coach will reach Uttara in April. "A full train of six coaches is coming," he said. It will arrive on April 23. After we understand through the trial, we will decide when the test run can be started. 'Kawasaki said in a statement that it is being sent to Bangladesh as the first set of 24 sets of trains. There are six cars or bogies in this consignment. Thus, 144 cars will reach 24 sets in total.
In August 2016, DMTCL commissioned a joint consortium of Japanese construction and engineering companies Kawasaki and Mitsubishi to build the train carriages.
According to the consortium, the bogies are being made of stainless steel. It will have CCTV cameras inside, some cameras will be connected to the outside. The cameras on this much-automated train will work to ensure that passengers get on and off the train safely. Each car will have two high-powered air conditioners.
The project costing Tk 21,985 crore was approved at the ECNEC meeting in December 2012. The target is to complete the MRT-6 metro rail from Uttara to Agargaon section of 11.29 km by 2021 and from Agargaon to Motijheel by 1023 by 2023.
grid-small
0 Comments