Ticker

6/recent/ticker-posts

ফিরে পেলেন বিক্রি হওয়া শিশু | The sold child was returned.

 নাটোরের বড়াইগ্রামে সুদী মহাজনের চাপে বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।



বুধবার (৩রা মার্চ) বিকেলে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দিয়ে ওই পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ, ফল-খাবার ও শিশুর বাবাকে একটি ভ্যান কিনে দেন।

এসময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, নগন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু উপস্থিত ছিলেন।


বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গত সোমবার (১ মার্চ) সুদী মহাজনের চাপে বাধ্য হয়ে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামে ভ্যানচালক বাবা রেজাউল করিম তার চাঁদনী আক্তার লিজ ২২ দিন বয়সী শিশুকে এক লাখ ১০ হাজার টাকায়  করেন। মঙ্গলবার (২ মার্চ) রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অনুসন্ধানে প্রকৃত ঘটনা উদঘাটন করি। পরে বিক্রিত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করি।’


এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘অভাবের তাড়নায় ফুটফুটে শিশু বিক্রির ঘটনাটি ভীষণভাবে নাড়া দেয়। সিদ্ধান্ত নিই পরিবারের জন্য কিছু করার। ওই পরিবারের ঋণ পরিশোধের জন্য একটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমিসহ একটি ঘর ও নগর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড দেয়া হবে


English Version:


In Baraigram of Natore, the child sold under the pressure of a usurious moneylender was returned to the mother's lap. Shahnaz.

Wednesday (March 3) in the afternoon, Deputy Commissioner. Shahriar put the baby on his mother's lap and gave the family instant cash, food, and a van to the baby's father.


Baraigram Upazila Nirbahi Officer (UNO) Jahangir Alam, Officer-in-Charge (OC) of the police station Anwarul Islam and Chairman of Nagan Union (UP) Nilufar Yasmin Dalu were present on the occasion.

Baraigram Upazila Nirbahi Officer Jahangir Alam said that last Monday (March 1), under the pressure of usurious moneylenders, van driver Baba Rezaul Karim leased his 22-day-old child for Tk 110,000 in Coin village of Nagar Union of the Upazila. When the incident was reported on Tuesday (March 2) night, there was a commotion in the area. Upon receiving the news, I went to the victim's house at night on the instructions of the deputy commissioner and revealed the real incident. Later I took the initiative to rescue the sold child and return it to the mother's lap.


Deputy Commissioner in this regard. Shahriar said, "The sale of children due to scarcity has caused a great stir. Decided to do something for the family. A van has been arranged to repay the loan of the family. In a short time, the Upazila administration will issue a house with land and a VGD card from the Nagar Union Parishad.


feat-big

Post a Comment

0 Comments