আজ সেই ঐতিহাসিক ৭ মার্চ
সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয় ।
এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা। ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয় ৷
তার ভাষণের কয়েকটি দিক উল্লেখ করা হলো :
* সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা
* পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার ওপর আলোকপাত
* সামরিক আইন প্রত্যাহারের দাবি জানানো
* অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবিলার জন্য বাঙালিদের আহ্বান জানানো
* দাবী আদায় না-হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদান
* নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা
২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে "ডকুমেন্টারি হেরিটেজ" (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপুর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপুর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে। ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ) ’ ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৫২৭ টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।
নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
Today is the historic March 7
Speech of March 7, 1971 A historic speech given by Sheikh Mujibur Rahman at a public meeting held on March 7, 1971 at Racecourse Maidan (now Suhrawardy Udyan) in Ramna, Dhaka. The speech lasted 16 minutes.
In his speech, he called upon the Bengalis of the then East Pakistan (now Bangladesh) to prepare for the freedom struggle. Some refinements were made by Tajuddin Ahmed. The main purpose of the revision was to emphasize the demand for the repeal of martial law and the transfer of power to elected representatives. The speech was translated into 12 languages.
Some aspects of his speech are mentioned:
* Review of the overall situation
* Focus on the role of West Pakistani politicians
* Demanding the repeal of martial law
* Calling the Bengalis to deal with oppression and military aggression
* Deciding to continue the general strike in East Pakistan until the demand is met
* Call for resistance to oppression and aggression and inspire Bengalis in the mantra of independence.
On October 30, 2017, UNESCO recognized the March 7 speech as a "Documentary Heritage". A total of 77 important documents including this speech were recognized simultaneously. UNESCO preserves important documents from all over the world. The Memorial of the World International Register (MOW) has so far collected 527 important documents, including the March 7 speech.
Newsweek magazine recognized Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman as a poet of politics. On October 30, 2017, UNESCO recognized this speech as a historical document.
grid-small
0 Comments