বৃত্তি দেওয়ার কথাকি ভুল? The scholarship is wrong?
কিছুদিন ধরেই আমরা সকলে একটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করছি। বৃত্তি বা উপবৃত্তি নিযে সরকারি ওয়েবসাইটে যে নোটিশ প্রদান করা হয়েছে তা সঠিক কি না। আবার অনেকেই অনলাইনের মাধ্যমে ফর্মফ্লাপ করেও ফেলেছি। কিন্তু এখন একটি কথা খুব শোনা যাচ্ছে যে বৃত্তি দেয়ার খবর একটি গুজব।
আমি চেষ্টা করবো এটির সত্যতা আপনাদের সামনে তুলে ধরার। বৃত্তি এবং উপবৃত্তির এই নোটিশটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েব সাইটে। সে নুটিসটি শিক্ষামন্ত্রালযের অনুমোদোনের স্বাক্ষর রয়েছে। নোটিশটি প্রচারিত হয় 23 February. উক্ত নোটিশ থেকে দেখা যাচ্ছে এটি সরকারি ভাবেই প্রকাশ করা হয়েছে। যদি এটি ভুল হতো তাহলে এতদিন সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নিতেন। এছাড়া সরকারি কযেকটি ওয়েবসাইডে এর প্রচার করা হয়েছে।
তাই বৃত্তি দেওয়ার ঘটনাটি সত্য।
এছাড়াও যারা বেসরকারি কলেজ পড়ালেখা করছে তাদের টিউশন ফি সরকারি প্রদান করবে বলে অন্য এক নুটিসে জানানো হয়েছে । বৃত্তির টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
নিচে নুটিশটি প্রদান করা হলো-
slide-posts
0 Comments