সুখী দেশের তালিকায় ৬ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান
সুখী দেশের তালিকায় এ বছর ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম অবস্থান থেকে উঠে এবার বাংলাদেশ আছে ১০১ নম্বরে। তবে মানুষ তার ব্যক্তিগত জীবনে কতোটা সুখী সেটার গড় মূল্যায়ণে বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। যা ২০১৭-২০১৯ সালের স্কোরের চাইতে ৯ ধাপ আগে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, বরাবরের মতোই তালিকায় প্রথমে রয়েছে ফিনল্যান্ড। গত চার বছর ধরে দেশটি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে।
জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামের এই বার্ষিক প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে জরিপ চালানো হয়েছে। এতে ফিনল্যান্ডের পরেই আছে ডেনমার্ক। এরপরই আছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস। আগের অবস্থান থেকে চার ধাপ পিছিয়েছে বৃটেন। আগে দেশটির অবস্থান ছিল ১৩তে। তবে এবার সেখান থেকে পিছিয়ে এসে ১৭তে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান এবার ১৯তম। মূলত সুখের পরিমাপক হিসেবে, দেশের সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা বিষয়গুলোকে বিবেচনা করা হয়। এবার সবথেকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে করোনাভাইরাস মহামারীতে মানুষের সার্বিক পরিস্থিতিকে। এসব মানদণ্ডে বিশ্বের সবথেকে অসুখী দেশ হিসেবে আফগানিস্তানের নাম উঠে এসেছে। তার পরেই রয়েছে লেসোথো, বোতসোয়ানা, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে।
Bangladesh has improved half a dozen steps within the list of happy countries this year. Rising from the 108th position, this point Asian nation is at the one hundred and first position. However, within the average assessment of however happy individuals square measure in their personal lives, the Asian nation is hierarchic seventh within the list per its score. that is nine steps before the score of 2018-2019. This was according to BBC. According to the report, Suomi cracks the list as forever. For the past four years, the country has been recognized because of the happiest country in the world.
The annual Happiness Report, courtesy of the world organization, surveys 149 countries. Scandinavian country is when Suomi. It is followed by Schweiz, Iceland, and therefore Holland. Britain is four steps back from its previous position. Earlier, the country was hierarchic thirteenth. however this point he came back from there and stood at eighteen. The u. s. ranks nineteenth this point. Basically, as a life of happiness, the country's social facilities, social generosity, personal freedom, gross domestic product (GDP), average lifespan, and therefore the level of corruption square measure thought of. At this point, the very best priority has been given to the general state of affairs of the individuals within the coronavirus epidemic. By these criteria, Afghanistan has emerged because of the saddest country in the world. it's followed by African nations, Botswana, Rwanda, and Rhodesia.
slide-posts
0 Comments