স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, হারিকেনটি কিউবার ভূখণ্ড অতিক্রমের পর মেক্সিকো উপসাগরে আরও শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকূলের পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, বুধবার সকাল নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে ।
ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ফ্লোরিডা প্রশাসন রন ডিস্যান্টিস যানান ।
সোমবার, স্থানীয় সময় সকালে কিউবার দক্ষিণ-মধ্যাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হারিকেন এলসা। ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বলে সূত্র যানায় । তাণ্ডবলীলা চলে পুরো দক্ষিণ উপকূলজুড়ে যা দেখার মত ছিলো। হারিকেনের প্রভাবে কিউবাজুড়ে অবিরাম চলতে থাকে ভারি বৃষ্টিপাত ও প্রবল বাতাস। এর প্রভাবে সর্বোচ্চ ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে, হারিকেনে ক্ষতি পরিমান সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তি পক্ষ।
দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় এক লাখ বাসিন্দাকে এবং স্থানান্তর করা হয় বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে।
এদিকে কিউবা উপকূলে আঘাত হানার পর হারিকেন এলসা মেক্সিকো উপসাগরে আরও শক্তি সঞ্চয় করে ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে ধেয়ে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা।
বুধবার সকালে এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেন মোকাবিলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্লোরিডা গভর্নর।
বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার তবে এর গতি বৃদ্ধি পাচ্ছে। এর আগে ক্যারিবীয় সাগরে সৃষ্ট হারিকেন এলসা আঘাত হানে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়া এবং ডমিনিকান রিপাবলিকে এতে নিহত হন অন্তত তিনজন এ ছাড়া ঝড়ের প্রভাবে উপকূলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
0 Comments