আগামী ২এপ্রিল এমবিবিএস ভর্তি পরীক্ষা
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে । পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। ভর্তি-ইচ্ছুকদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারা দেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। এ হিসাবে এ বছর আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
MBBS admission test on April 2
The MBBS admission test for the 2020-21 academic year will be held on April 2. The social distance between students will be maintained during the examination. The Department of Health has urged the candidates to prepare for the exams.
Due to a large number of candidates, the number of examination centers has been increased to maintain social distance.
These decisions were taken at the preparatory meeting of the MBBS admission test for the 2020-21 academic year held at the meeting room of the Ministry of Health on Tuesday evening.
Under the Department of Health, the medical admission tests will be held centrally all over the country, including the capital, from 10 am to 11 pm on April 2. This year 1 lakh 22 thousand 71 people have applied for the exam. As per this, 27 students per seat will take part in the examination this year.
slide-posts
0 Comments