দেশের প্রথম মন্ত্রিসভার সচিব আর নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এইচ টি ইমাম নামে সমধিক পরিচিত ছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।
এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফুসফুস, কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে এইচ টি ইমাম সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রথমে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত হন।
এইচ টি ইমামের ছেলে সাংসদ তানভীর ইমাম মুঠোফোনে গত রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেছেন, তাঁর বাবার জানাজা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
English version:
Hossain Tawfiq Imam, the political adviser to Prime Minister Sheikh Hasina, is no more (Inna Lillahi wa Inna Ilahi Raziun). He was better known as HT Imam. He died at the Combined Military Hospital (CMH) in Dhaka around 1:15 pm on Wednesday.
Prime Minister Sheikh Hasina has expressed grief over the death of HT Imam. Besides, Awami League General Secretary and Road Transport and Bridges Minister Obaidul Quader also expressed his condolences.
HT Imam was undergoing treatment at CMH for various aging complications including lung, kidney, and heart diseases.
HT Imam, the country's first cabinet secretary, was 72 years old. After the formation of the Awami League government in 2009, he was serving as an advisor to Prime Minister Sheikh Hasina. At first, he acted as an advisor on public administration. He was later appointed political adviser to the prime minister.
HT Imam's son MP Tanvir Imam told Prothom Alo on his mobile phone at around 1.30 pm last night that a decision has yet to be made about his father's Janazah and burial.
grid-small
0 Comments