নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২ মার্চ) নাটোর শহরের উত্তর পটুয়া পাড়ায় একটি গৃহস্থের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ আগুন লাগে। এতে ওই বাড়ির সবকিছু ভস্মিভূত হয়ে যায়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ন শহরের উত্তরঃ পটুয়াপাড়া মহল্লার কালীচরণ চৌধুরীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপক দল দ্রুত এলাকায় গিয়ে ঔ এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। ইতিমধ্যে বাড়ির সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
জানা যায়, এসময় এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। তবে বাড়ির কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় তদন্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বাড়িতে আগুন লেগেছে, বাড়িতে চাকরি বাবদ তিন লক্ষ টাকা ছিল যা ভষ্মিভূত সহ এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা অনুমান করা যাচ্ছে।
তিনি আরো বলেন, বাড়ির গরু- ছাগল জীবিত রয়েছে। বাড়ির সদস্যরা এ সময় জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের কাছে পুণর্বাসনের জন্য সাহায্য প্রার্থনা করেন।
ENGLISH VERSION
It is learned that more than 10 lakh rupees have been lost due to the fire of the electrical short circuit in Natore. A house in Uttar Patua Para of Natore town caught fire on Tuesday (March 2nd) due to an electrical short circuit. Everything in the house was burnt down.
According to the locals, the fire broke out at Kalicharan Chowdhury's house in Patuapara mahalla, north of Na town around 5 pm on Tuesday due to an electrical short circuit. Upon receiving the news, a fire brigade of the fire service rushed to the area and tried to extinguish the fire with the help of the locals. In the meantime, everything in the house was burnt down.
It is learned that the power supply was cut off in the area for a long time. However, no casualties were reported from any member of the family. Ujjal Hossain, the investigating officer at the time, said the house caught fire due to an electrical short circuit. The house had three lakh rupees for the job, which is estimated to be more than 10 lakh rupees, including ashes.
He added that the cows and goats of the house are alive. The members of the house sought help from the government through the people's representatives for rehabilitation.
0 Comments