Ticker

6/recent/ticker-posts

কারাবন্দিকে কারাগারেই হোত্যার চেষ্টা | Attempt to kill the prisoner in jail



 কারাবন্দিকে কারাগারেই হোত্যার চেষ্টা

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে এ মামলা করা হয়।


পরিবারের সদস্যরা জানান, ২০১৮ সালে রুপম কান্তি দেবনাথের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন রতন ভট্টাচার্য। ২০২০ সালের ১৫ ডিসেম্বর প্রতারণা মামলায় রুপন কান্তিকে গ্রেফতার করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি হঠাৎ করেই গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জেলখানা থেকে রুপমের স্ত্রীকে জানানো হয় তার স্বামী গুরুতর অসুস্থ।


রুপমের স্ত্রী ঝর্না রানী দেবনাথ বলেন, ‘আমাকে কারাগার থেকে জানানো হয়, আপনার স্বামী গুরুতর অসুস্থ, ওকে মেডিকেলের নেওয়ার ব্যবস্থা করেন। আপনি উকিলের মাধ্যমে একটি দরখাস্ত পাঠান।’


এদিকে, রুপম কান্তিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।


বাদীপক্ষের আইনজীবী রাজীব দাশ বলেন, ‘আদালত প্রত্যেকটা পিটিশন নিয়েছেন। বাদীর নির্দেশ করা জবানবন্দি গ্রহণ করেছেন। বাদী সবকিছু সুস্পষ্টভাবে বলেছেন। আদালত বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে আদেশ দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।


তবে অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার।


চট্টগ্রাম কারাগারের জেল সুপার সফিকুল ইসলাম খান বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলব না। শুধু এই টুকুই বলব, ইলেক্ট্রিক্যাল শক এবং বিষাক্ত ইনজেকশন পুশ করার অস্তিত্ব কোনো কারাগারে আছে বলে আমার জানা নেই।’


গত ২৫ ফেব্রুয়ারি থেকে এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কারাগারে নির্যাতিত আসামি রুপম।


English Version:

The case was filed in the court of Metropolitan Sessions Judge Ashfaqur Rahman on Thursday (March 4) morning.


Family members said that in 2016, Ratan Bhattacharya filed a check fraud case against Rupam Kanti Debnath. Ripon Kanti was arrested on December 15, 2020, in a fraud case. He was admitted to Chittagong Medical College Hospital on February 25 with serious injuries. Rupam's wife was informed from jail that her husband was seriously ill.

Rupa’s wife Jharna Rani Debnath said, ‘I was informed from jail, your husband is seriously ill, arrange for him to take medication. You send an application through a lawyer. '


Meanwhile, the court directed the PBI to probe the case filed against four people, including a jail superintendent, district and jail hospital surgeons, for attempting to kill Rupam Kanti with electric shock and poisonous injection.


Plaintiff's lawyer Rajiv Das said, "The court has taken up every petition. Has taken the statement directed by the plaintiff. The plaintiff said everything. The court has informed us that it will give an order after closely monitoring the issues.


However, the jail superintendent denied the allegations.


Chittagong Jail Superintendent Shafiqul Islam Khan said, "We will not say anything about this. Suffice it to say, I don't know of any prisoner who possesses electric shocks and toxic injections.


grid-small

Post a Comment

0 Comments