নাটোরে ৫ জন প্রতারক আটোক
নাটোরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিচাবাজার এলাকায় হাসপতাল রোডের মেমোরি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার কোতোয়ালি থানার সিয়াপাড়ার আব্দুস সালামের ছেলে সিরাজুল ইসলাম, খানজাহান থানার কুয়েটের ফুলবাড়ী গেট এলাকার হাসিব উদ্দিনের ছেলে আতিকুর রহমান, মুন্সিগঞ্জ সদর থানার গণকপাড়ার হযরত আলীর ছেলে মনিরুজ্জামান, ঢাকার পূর্ব রামপুরার আব্দুল হাই খানের ছেলে মাহবুব আলম খান এবং ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরার আলমাস আলী খানের ছেলে আরিফুর রহমান নয়ন।
তবে আটককৃতরা জানান, তারা সকলেই ইন্টারন্যাশনাল হিউমান রাইটস এন্ড ডিটেকটিভ নিউজ সোসাইটির সদস্য।
মেমোরি ডায়াগনস্টিক সেন্টারের মালিক তৌকির রহমান তনু জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারন্যাশনাল হিউমান রাইটস অ্যান্ড ডিটেকটিভ নিউজ সোসাইটির সদস্যরা নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও সোসাইটির বিভিন্ন পরিচয় দিয়ে তার ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজির চেষ্টা চালায়। এসময় তাদের অসংলগ্ন আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা কামনা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।
নাটোরের লালপুরের গোপালপুর ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তার কাছে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দিতে বাধ্য করেন তারা।
নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, ‘আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
5 fraudsters arrested in Natore
Police have arrested five people in Natore on charges of extortion at the clinic. They were arrested at noon on Saturday (February 20th) from the Memory Diagnostic Center on Hospital Road in the Nichabazar area of the city.
The detainees are Sirajul Islam, son of Abdus Salam of Siyapara of Kotwali police station, Atiqur Rahman, son of Hasib Uddin of Fulbari Gate area of Khanjahan police station, Moniruzzaman, son of Hazrat Ali of Munshiganj Sadar police station, Mahbub Alam Khan, son of Abdul Hai Khan of East Rampura of Dhaka. Ali Khan's son Arifur Rahman Nayan.
However, the detainees said they were all members of the International Human Rights and Detective News Society.
Toukir Rahman Tanu, owner of the Memory Diagnostic Center, said members of the International Human Rights and Detective News Society tried to extort money at his diagnostic center on Saturday (February 20th) at noon, posing as magistrates and various members of the society. If there was any suspicion about their incoherent behavior and conversation at that time, he called 999 and sought their cooperation. Later, the police went to the spot, arrested them and took them to the police station.
Abdul Quddus, owner of the Gopalpur Diagnostic Center in Lalpur, Natore, said they were forced to pay him Tk 10,000 on Friday (February 19th) under the guise of a fake magistrate.
Natore Sadar Police Station OC Investigation Abdul Matin said, "Legal action is being taken against the detainees."
feat-big
0 Comments