Ticker

6/recent/ticker-posts

Preparations are underway to take Nasim to Singapore। নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে


Preparations are underway to take Nasim to Singapore

Coronavirus was not found in the body of former health minister and Awami League leader Mohammad Nasim after testing samples three times in a row. He is now completely tax-free. However, Nasim is still in the Intensive Care Unit (ICU) of the hospital. His condition did not change much. Preparations are underway to take him to Singapore. A source close to Mohammad Nasim's family told Prothom Alo on Thursday.

Earlier, Kanak Kanti Barua, head of the medical board set up to treat Mohammad Nasim and vice-chancellor of Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU), told Prothom Alo on Wednesday night, "His (Mohammad Nasim's) condition is stable. If the family wants, they can take him abroad by air ambulance. '

A source in Nasim's family said they wanted to take him abroad for better treatment. The next decision will be taken following the advice of the medical board. The family members have already started searching for the necessary. Contact has been made by sending medical documents to Singapore.

The medical board will take a new decision on Nasim's treatment today after 72 hours of observation in the second phase.

Mohammad Nasim was admitted to a private hospital in the capital on June 1 with blood pressure problems. That day his corona was identified. Although his condition improved somewhat on 4 June, he suffered a stroke on the morning of 5 June. He was rushed to the ICU after undergoing surgery for a brain hemorrhage. After that, the medical board decided to keep him under observation for 72 hours in two phases.

The samples were tested on Monday, Tuesday and Wednesday and no coronavirus was found in Nasim's body.

Mohammad Nasim is the Chairman of the Parliamentary Committee on the Ministry of Food of the present Government. He is a member of the presidium of the Awami League. He is also the spokesperson of 14 Awami League-led parties.

After the 2014 elections, Mohammad Nasim became the Minister of Health of the Awami League government. Earlier, during the Awami League government in 1996-2001, he was in charge of several ministries.
নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে
পরপর তিনবার নমুনা পরীক্ষা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তিনি এখন পুরোপুরি করোনামুক্ত। তবে নাসিম এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) আছেন। তাঁর অবস্থার তেমন কোনো পরবির্তন হয়নি। তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। মোহাম্মদ নাসিমের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে।

এর আগে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘তাঁর (মোহাম্মদ নাসিম) অবস্থা স্থিতিশীল। পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিদেশে নিতে পারে।’

নাসিমের পরিবারের একটি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছে তাদের আছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় খোঁজ নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা। সিঙ্গাপুরে চিকিৎসার কাগজপত্র পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।

দ্বিতীয় দফায় পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে আজ নাসিমের চিকিৎসায় নতুন সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনা শনাক্ত হয়। ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড।

এর মধ্যে গত সোম, মঙ্গল ও বুধবার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

grid-small

Post a Comment

0 Comments